রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব আইনজীবী মাহফুজ-উন-নবী ডনসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) রাত থেকে রবিবার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ডিজিএফআই কর্মকর্তা হত্যাকাণ্ডে জড়িত ২ আরসা কমান্ডার গ্রেপ্তার
এরমধ্যে- মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব আইনজীবী মাহফুজ-উন-নবী ডন ও রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বাবুকে রবিবার সকাল ১০টার দিকে গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামন থেকে গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, রবিবার সকালে বিএনপির ২৫/৩০ জন নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ তাদের সরে যেতে বললে তারা মারমুখী হয়ে ওঠে এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিএনপির রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এরপর দলীয় কার্যালয়ের ভেতরে তল্লাশি চালিয়ে সেখানে ইটপাটকেল জমা করা অবস্থায় দেখতে পাওয়া যায়। এ ছাড়া শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।