করোনা মহামারির দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন রাঙামাটিতে কঠোরভাবে পালিত হচ্ছে।
বুধবার সকাল থেকে রাঙামাটির প্রতিটি এলাকায় নিরব নিস্তব্ধতা বিরাজ করছে। রাস্তায় লোকজনের চলাচলও কম রয়েছে।
বন্ধ রয়েছে রাঙামাটি শহরের সবকটি দোকানপাট। তবে কিছু কিছু মুদি দোকান ও সবজি বাজার খোলা রয়েছে কিন্তু মানুষের উপস্থিতি নেই।
আরও পড়ুন: লকডাউন: স্বাস্থ্যসেবা বিভাগের সকল প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ
সকাল থেকে রাঙামাটি শহরে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে ।
শহরের ব্যস্ততম বনরূপা বাজার এলাকায় ট্রাফিক পুলিশের বাধার মুখে পড়ে বেশ কিছু মোটরসাইকেল আরোহী। সরকারের বেধে দেয়া নির্দিষ্ট কারণ বলতে না পারায় আটক করা হয়েছে বেশ কিছু মোটরসাইকেল।
আরও পড়ুন: লকডাউনে ৮টি বিশেষ পার্সেল ট্রেন চলবে: রেলপথ মন্ত্রী
এদিকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে রাঙামাটিতে সকল আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: ১৪ এপ্রিল থেকে দেশে সর্বাত্মক লকডাউন শুরু; প্রজ্ঞাপন জারি