রাজশাহীর চারঘাট উপজেলার চক কাপাশিয়া গ্রামে আম কুড়ানোর সময় বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার বিকালে ঝড়-বৃষ্টি শুরু হলে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রাম ও ফেনীতে বজ্রপাতে নিহত ৫
স্থানীয়সূত্রে জানা যায়, ঘটনাস্থলে বজ্রপাতে মারা যান চককাপাসিয়া গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও কাবিল উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম (৫৫)। এসময় আহত হন মাহাবুল হোসেনের শিশুপুত্র সোহান আলী (১০), উকিল হোসেনের ছেলে ভুট্টু আলী ( ২০) এবং জনি প্রমানিকের ছেলে পরশ আলী (১০)। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীণ অবস্থায় মারা যায় শিশুপুত্র সোহান ও পরশ।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৩
চারঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা সামিরা জানান, ঝড়-বৃষ্টির সময় তারা সবাই একটি বাগানে আম কুড়াচ্ছিলো। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে আলেয়া ও মুক্তা মারা যান। আহত অবস্থায় উদ্ধার করে ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহান ও পরশ।
আরও পড়ুন: মানিকগঞ্জে বজ্রপাতে কলেজছাত্রসহ নিহত ২
সরকারি নিয়ম অনুযায়ী নিহতদের দাফনের জন্য তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হবে বলে জানান ইউএনও।