লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ভোরে উপজেলার দুর্গাপুর সীমান্তের চওড়াটারী বজলার দীঘি এলাকার ৯২৫ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আহত মিলন ইসলাম উপজেলার সাপ্টিবাড়ী গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি চওড়াটারী সীমান্তে তার নানা মৃত আফজাল মিয়ার বাড়িতে বসবাস করেন।
আরও পড়ুন: রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
এলাকাবাসীর বরাতে বিজিবি জানায়, মঙ্গলবার ভোরে ৪-৫ জনের একটি দল গরু আনার জন্য জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের চওড়াটারী বজলার দীঘি এলাকার ৯২৫নং পিলার অতিক্রম করে ভারতের ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এসময় টহলরত ভারতের কোচবিহার জেলার ১০০বিএসএফ ব্যাটালিয়ন পদ্না ক্যাম্পের টহলদল তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে মিলন ইসলাম কোমরে গুলিবিদ্ধ হয়। এসময় তার সহযোগীরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: বিএসএফ’র গুলিতে আহত ভারতীয় কিশোরকে হস্তান্তর
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক তৌহিদ জানান, এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।