লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিত এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (২৮ জুন) ভোরে উপজেলার কলসীরমুখ বিজিবি ক্যাম্প সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত আলমগীর পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের জমরউদ্দিনের ছেলে বলে জানা গেছে।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
৫১বিজিবি সূত্রে জানা যায়, সকালে আলমগীর হোসেন গরু পারপারকারী কলসীরমুখ সীমান্তের ৮০৫নং মূল সীমানা পিলার দিয়ে ভারতের একশ’ গজ অভ্যন্তরে প্রবেশ করে।
এসময় ভারতের টহলরত দৈয়ারটারী ৪০বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি তার পায়ে লাগলে সে দ্রুত পালিয়ে আসে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত, দায়িত্বপ্রাপ্ত আব্দুল মোত্তালিব সরকার বলেন, সীমান্ত এলাকায় বিএসএফর গুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তিনি আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১