মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে বুধবার ভোর রাতে চার মেট্রিক টন জাটকা ইলিশসহ দুটি ট্রাক জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় অবৈধভাবে জাটকা বহনের দায়ে ছয়জনকে আটক করা হয়।
লৌহজং উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার জানান, মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সিরাজুল কবিরের নেতৃত্বে এক দল নৌ পুলিশ সদস্য বুধবার ভোর রাত ৪টার দিকে শিমুলিয়া ফেরি ঘাটে অভিযান চালিয়ে দুটি ট্রাক ভর্তি জাটকা ইলিশ জব্দ করে। এ সময় অবৈধভাবে জাটকা পরিবহনের দায়ে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে। জাটকাগুলো বিভিন্ন মাদরাসার এতিম ছাত্র ও গরিবদের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে।
নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শক মো. সিরাজুল কবির জানান, ট্রাক দুটির একটি শরিয়তপুর ও অপরটি বরিশাল থেকে ঢাকার কাওরানবাজার যাচ্ছিল। শিমুলিয়া ঘাটের নৌ পুলিশ ফাঁড়ির কাছে আসলে ট্রাক দুটি জব্দ করা হয় এবং উদ্ধার করা হয় চার মেট্রিক টন অবৈধ জাটকা।