রাঙ্গামাটির বাঘাইছড়িতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুন) ভোররাতে উপজেলার সাজেক ইউনিয়নের ৭নং ওয়াডের দুর্গম লংথিয়ান পাড়ায় এ ঘটনা ঘটেছে।
এছাড়া লংথিয়ান পাড়া ও আশপাশের বিভিন্ন গ্রামে নারী-শিশু ও বৃদ্ধসহ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও অর্ধশতাধিক মানুষ মুমূর্ষু অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পা পিছলে জাম গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
নিহত গবতি বালা ত্রিপুরা (৫০) ওই এলাকার বাসিন্দা।
সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার বনবিহারী চাকমা গবতি বালা ত্রিপুরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি জানান, গত এক সপ্তাহ ধরে সাজেকের লংথিয়ান পাড়া, অরুণ পাড়া, কাইজা পাড়া, রায়না পাড়া ও শিয়ালদহ এলাকাসহ আশপাশের বেশকিছু এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। এলাকায় আশপাশে কোনো হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক না থাকায় স্থানীয়রা তান্ত্রিকের থেকে চিকিৎসা নিয়ে থাকেন।
তিনি আরও বলেন, এলাকায় যাতায়াতের কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায়, পায়ে হেঁটে এতদূর থেকে মাচালং ও উপজেলা সদর হাসপাতালে রোগী পাঠানোও সম্ভব নয়। হেলিকপ্টারে সেনাবাহিনীর সহযোগীতায় যদি মেডিকেল টিম পাঠানো যায় তাহলে দ্রুত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে, না হয় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আরও পড়ুন: মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা ও কোলে থাকা মেয়ের মৃত্যু