সাতক্ষীরায় মোটরসাইকেল ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার রাত সাড়ে ৯টায় দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন- সাতক্ষীরা শহরের দক্ষিণ পলাশপোল গ্রামের শাহ বজলুর রহমান (৫৮) ও একই এলাকার ব্যবসায়ী আব্দুস সালাম (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আব্দুস সালাম, বজলুর রহমান ও খোকন মটরসাইকেলযোগে বিনেরপোতা বাইপাস সড়কে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি এ্যাম্বুলেন্সের সঙ্গে ওই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক আব্দুস সালাম ও আরোহী বজলুর রহমান মারা যায়। অপর মটরসাইকেল আরোহী খোকনকে আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছে।
এলাকাবাসী জানায়, পাশ্ববর্তী বেতনা নদী পুন:খনন কাজ চলছে। নদীর মাটি কেটে একটি মহল মেইন সড়ক দিয়ে তা পরিবহন করে অন্যত্রে বিক্রি করে দিচ্ছে। ফলে মেইন সড়কে নদীর মাটি ছড়িয়ে গেছে এবং বৃষ্টির পানিতে পুরো সড়ক কাদামগ্ন হয়ে পিচ্ছিল হয়ে পড়েছে। প্রতিদিনই এই সড়কে দুর্ঘটনা ঘটছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ অধিকারী ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, ময়না তদন্ত শেষে নিহত বজলুর রহমান ও আব্দুস সালামের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক এ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তারে চেষ্টা চলছে।