শনিবার সকালে ব্রিজের ফাটল অংশটি পরিদর্শন করেছেন সড়ক ও জনপদ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, নিহত ৩
এ সময় তিনি বলেন, ব্রিজের ফাটল অংশ দ্রুত মেরামত করে শনিবারের মধ্যে দু’পাশে যান চলাচলের জন্য উপযোগী করা হবে। তবে ব্রিজের ফাটল অংশটি পুরোপুরি মেরামত করতে আরও দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।
এছাড়া ফাটল ব্রিজের পাশে খুব শিগগিরই চার লেনের একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্রিজের পাড় ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা
এদিকে, গুরুত্বপূর্ণ এ মহাসড়কে চলমান গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ।
উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রিজের আটটি বীমের চারটিতে গত বুধবার ফাটল দেখা দেয়। ব্রিজটির এক পাশ দেবেও গেছে। এমন অবস্থায় জীবনের ঝুঁকি নিয়েই ব্রিজটির এক পাশ দিয়ে গাড়ি চলাচল করছে।
আরও পড়ুন: নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ব্রিজে ফাটল!
ব্রিজটি ভেঙে গিয়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছে এলাকাবাসী।
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ নদীর ওপর সালেহপুরের এই ব্রিজটি বৃটিশ আমলে নির্মিত হয়। দ্রুত ব্রিজটি মেরামত করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার জন্য সড়ক বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
আরও পড়ুন: ২৭ লাখ টাকার ব্রিজের বেহাল অবস্থা
রাজধানীর কাছের ঝুঁকিপূর্ণ এ ব্রিজটি ভেঙে পড়লে ঢাকা শহর থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সাথে গাবতলী দিয়ে সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে যাবে।
আরও পড়ুন: কুমিল্লায় দুই বছরেও নির্মাণ হয়নি ২০ হাত দৈর্ঘ্যের ব্রিজ