সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। সোমবার রাত পৌনে ১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার খোর্দ্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মো.জসীম উদ্দিন (৩১) ফেনী সদরের চোছনা গ্রামের ছেরাজুল হকের ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৫৭ শিবির নেতাকর্মী গ্রেপ্তার
বিজ্ঞপ্তিতে র্যাব-১২’র কোম্পানি কমান্ডার ও মিডিয়া অফিসার মেজর এম.রিফাত-বিন-আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১টার দিকে বগুড়ার শেরপুরের খোর্দ্দ এলাকায় মেসার্স আসিফ ব্রিকস্ নামে ইট ভাটার সামনে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ জসীম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৮৫০ টাকা ও মোবাইল জব্দ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
আরও পড়ুন: বাগেরহাটে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: আরেক আসামি গ্রেপ্তার
এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।