রাজগসিঞ্জের তাড়াশ ও কামারখন্দ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন।
তারা হলেন- তাড়াশ উপজেলার মাটিয়া মালিপাড়া গ্রামের আয়নাল হোসেনের ছেলে তোয়াহা হোসেন (৭) ও কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে ব্যাটারি চালিত অটোভ্যান চালক জহুরুল ইসলাম (২৩) ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, সোমবার সকালে আয়নাল তার শিশু ছেলে তোয়াহাকে সাথে নিয়ে খালকুলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মহাসড়ক পার হতে গিয়ে শিশু তোয়াহা তার হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ওষুধ কোম্পানির একটি কার্ভাডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু তোয়াহার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে বলে জানান ওসি।
এ দিকে, কামারখন্দ উপজেলায় রবিবার রাতে বালু ভর্তি ব্যাটারি চালিত একটি অটোভ্যান উল্টে চালক জহুরুল ইসলাম নিহত হন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা জানান, রাত সাড়ে ৯টার দিকে জহুরুল তার অটোভ্যানে বালু বোঝাই করে বাড়ি ফেরার পথে কয়েলগাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এসময় ভ্যানের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জহুরুলের মৃত্যু হয়।