বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজার কাছে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন-নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্ধুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. কাওছার মিয়া (৪৩) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার কেউআ পশ্চিম খন্ড গ্রামের মো. আমান উল্লাহর ছেলে মো. রফিকুল ইসলাম (৩৪)।
আরও পড়ুন: নড়াইলে আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেপ্তার: র্যাব
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২’র কোম্পানি কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ মিডিয়া অফিসার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৫৯৯ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল, নগদ ২ হাজার ৫০০ টাকা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় আটক ৫
তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।