সিলেট মহানগরে ভ্যাকসিনেশন কার্যক্রমের প্রথম দিনে করোনা প্রতিরোধে গণটিকা নিয়েছেন ২২ হাজার ৭৫৩ জন। শনিবার নগরীর ২৭টি ওয়ার্ডে ৮১টি বুথে পঁচিশোর্ধ সাধারণ মানুষ এই গণটিকা নেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
তিনি জানান- এই ২২ হাজার ৭৫৩ জন শুধু ওয়ার্ডে ওয়ার্ডে ভ্যাকসিনেশন কার্যক্রমে টিকা গ্রহণ করেন। যদিও একই দিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়মিত টিকা কেন্দ্রে ২৫৬০ জন টিকা নিয়েছেন। এছাড়া পুলিশ লাইন্স হাসপাতালে আরও ৫৩০ জন টিকা নিয়েছেন। তবে নির্ধারিত দু’টি টিকা কেন্দ্রে আজ সিনোফার্মার ২য় ডোজ দেয়া হয়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে করোনায় একদিনে ১৬ মৃত্যু, শনাক্ত ৭৫৮
এর আগে শনিবার সকাল ৯টায় সিলেটের মাতৃমঙ্গল হাসপাতালে ভার্চুয়ালি ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেট নগরীতে তিন দিন চলবে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। সিসিকের ২৭টি ওয়ার্ডে ৮১টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা তিন দিন এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলবে। প্রথম দিন প্রতিটি কেন্দ্রে ৩শ জনকে দেয়া হয় টিকা। তবে ৮ ও ৯ আগস্ট থেকে প্রতিদিন প্রতিটি কেন্দ্রে ২শ জনকে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা।
আরও পড়ুন: সিলেটে ইয়াবাসহ আটক ২
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, সিসিকের ২৭টি ওয়ার্ডে ৮১টি কেন্দ্রে দেয়া হচ্ছে টিকা। প্রতিটি কেন্দ্রে দুজন করে টিকাদানকর্মী ও তিনজন করে স্বেচ্ছাসেবক কাজ করছেন। এছাড়া ওয়ার্ডগুলোর কাউন্সিলরদের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক রাখা হয়েছে।
নগরীতে প্রাথমিক পর্যায়ে তিনদিনে মোট ৬০ হাজার মানুষকে টিকা দেয়া হবে বলে জানান তিনি।