নতুন আক্রান্তদের মধ্যে সিলেটে ৯১, সুনামগঞ্জে ২২, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারের ২৮ জন রয়েছে। এছাড়া একদিনে করোনায় এ বিভাগে আরও তিনজন মারা গেছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২৪ জনে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৭১৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৪৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯১ জন ও মৌলভীবাজার জেলায় ৮৯৮ জন রয়েছে।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ২২৪ জন। এর মধ্যে সিলেটে ৮৮, সুনামগঞ্জে ৫১, হবিগঞ্জে ৫৭ ও মৌলভীবাজারে ২৮ জন।
সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪৬ জন। এর মধ্যে সিলেটে ১২, সুনামগঞ্জে ১১, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজারে ১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৯০১ জন। এর মধ্যে সিলেটে ৯৪১, সুনামগঞ্জে ৯৯৬, হবিগঞ্জে ৫০৬ ও মৌলভীবাজারে ৪৫৮ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিয়েছে আরও তিনজনের প্রাণ। এর মধ্যে সিলেটের একজন ও হবিগঞ্জের দুজন।
নতুন এই তিনজনসহ সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৯১ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ১০ জন।