এদিকে, মহাসড়কের গুরুত্বপূর্ণ এই ফাটল সেতুটি আজ থেকে মেরামত শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। গুরুত্বপূর্ণ এ মহাসড়কে চলমান গাড়ির চাপ সামলাতে গত চার দিন ধরে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ।
আরও পড়ুন: সাভারের আমিনবাজারে ব্রিজে ফাটল: ৩য় দিনের মতো এক পাশে যান চলাচল বন্ধ
সাভার হাইওয়ে পুলিশের ওসি বলেন, চার দিন আগে তুরাগ নদীর ওপর প্রায় ১০০ বছর আগে নির্মিত আমিনবাজারের সালেহপুর সেতুটি আটটি বিমের মধ্যে চারটিতে ব্যাপক ফাটল দেখা যায়। সেই সাথে সেতুটির এক পাশে দেবে যায়।
এ ঘটনায় সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারি যানবাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। আজ থেকে ঝুঁকিপূর্ণ সেতুটির মেরামত কাজ শুরু করেছে সড়ক বিভাগ।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, নিহত ৩
নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ব্রিজে ফাটল!
যানজট এড়াতে পুলিশের পক্ষ থেকে যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে। সেতুটি মেরামত করতে আরও তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানা গেছে।