করোনাকালীন অসহায়, কর্মহীন, হতদরিদ্র মানুষদের ত্রাণ বিতরণের জন্য সরকার ৩৩৩ নম্বরের একটি জাতীয় কলসেন্টার চালু করেছেন। যাতে ফোন করে জরুরি খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সেবা পাওয়া যাচ্ছে।
কিন্তু এবার ৩৩৩ নাম্বারে ফোন করে খাদ্য সামগ্রী নয়, একটি রিকশাভ্যান উপহার পেয়েছেন হাটহাজারীর দরিদ্র রিকশাচালক প্রদীপ নাথ।
৩৩৩ নাম্বারে সাহায্য চাওয়া নিয়ে দেশের বিভিন্ন এলাকায় বিব্রতকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার খবর যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেই মুহূর্তে ত্রাণের বদলে রিকশাভ্যান উপহার পেয়ে রীতিমত হতবাক ও মহাখুশি হতদরিদ্র প্রদীপ নাথ। আর এ উপহার দিয়ে মানবিকতার নজির স্থাপন করলেন হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
আরও পড়ুন: ৩৩৩ নম্বরে খবর পেয়ে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
হাটহাজারীর প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মির্জাপুর ইউনিয়নের সরকার হাট এলাকার দরিদ্র রিকশাচালক প্রদীপ নাথ ৩৩৩ নাম্বারে এসএমএস করে সাহায্যের আবেদন করেন সপ্তাহখানেক আগে। এসএমএস পেয়েই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদীপের সাথে ফোনে যোগাযোগ করা হলে প্রদীপ নাথ তার দুঃখ দুর্দশার কথা তুলে ধরে ত্রাণের বদলে তার একমাত্র সম্বল জরাজীর্ণ রিকশাভ্যানটি মেরামত করে দেয়ার অনুরোধ করেন।
ইউএনও মোহাম্মদ রুহুল আমিন বলেন, প্রদীপকে ফোন করে যখন জানতে চাইলাম তার চাল, ডালসহ কোনও ধরনের ত্রাণ লাগবে কিনা। তখন প্রদীপ জানান, আপাতত চাল ডাল আছে। কিন্তু তার সংসার পরিচালনার একমাত্র মাধ্যম রিকশাভ্যানটি বয়সের ভারে নষ্ট হয়ে গেছে। সরকার যদি এটি মেরামত করে দেয় তাহলে তিনি ভ্যান চালিয়ে চাল-ডাল যোগাড় করতে পারবেন।
আরও পড়ুন: তরুণ প্রকৌশলী জামাল এখন আদর্শ কৃষক
ইউএনও বলেন, ‘তার কথার সত্যতা যাচাই করার জন্য আমি গোপনে খবর নেই। এবং জানতে পারি তিনি সত্য বলেছে এবং তার উপার্জনের একমাত্র বাহন ভ্যানটি চালানোর অনুপযুক্ত হয়ে গেছে। তাই সিদ্ধান্ত নিলাম প্রদীপকে একটি ভ্যান উপহার দিব।’
তিনি বলেন, ‘প্রদীপ নাথের মন মানসিকতা আমাকে অবাক করেছে। তিনি পরিশ্রম করে আয় করতে চান, কোনও ত্রাণ চান না। তার দূরবস্থা দেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি ভ্যানগাড়ি তৈরি করে দেয়া হয়েছে। ভ্যান পেয়ে এখন খুব খুশি প্রদীপ।