ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি-২০ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে টি-২০ সিরিজে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা।
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২০২০ সালের জুন-জুলাইয়ে বাংলাদেশ সফর করার কথা ছিল অস্টেলিয়ার। পরে কোভিড-১৯ পরিস্থিতির কারণে সিরিজটি স্থগিত করা হয়।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী ইউএনবিকে বলেন, টি-২০ বিশ্বকাপের আগে এই বছরের শেষে দিকে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। তবে, ম্যাচের সূচি এখনও চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন: ঢাকা টেস্টে সাকিবের পরিবর্তে সৌম্য
একই সময়ের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। যদি এমনটা হয় তবে ইংল্যান্ডকে সাথে নিয়ে টি-২০ সিরিজটি ত্রিদেশীয় হতে পারে।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ইতোমধ্যে চট্টগ্রামে শেষ হয়েছে। ওই খেলায় বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে সফরকারীরা।
কোভিড-১৯ পরিস্থিতির কারণে শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচ টেস্ট সিরিজসহ কমপক্ষে চারটি টেস্ট খেলতে পারেনি বাংলাদেশ। যেগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে হওয়ার কথা ছিল।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলার অনুমতি চাইলেন সাকিব
১২২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, সাকিবের রাজকীয় প্রত্যাবর্তন
আইসিসির দশক সেরা ওয়ানডে দলে সাকিব
সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী মে মাসে শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশ সফর করতে পারে এবং ওই সফরে তারা টেস্ট সিরিজ খেলতে পারে। তবে তা চ্যাম্পিয়নশিপ ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান সিজনটি মার্চ-এপ্রিল মাসে শেষ হয়ে যাবে।
এরই মধ্যে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে চারটি ম্যাচ খেলেছে যার সবকটিই হেরেছে তারা। বর্তমানে ১৮ ম্যাচে ১১টি জয় নিয়ে টেস্ট চ্যাম্পিয়ানশিপ টেবিলের শীর্ষে রয়েছে ইংল্যান্ড এবং পাঁচটি সিরিজের ১১ ম্যাচে সাত জয় নিয়ে তালিকায় তাদের পেছনে রয়েছে নিউজিল্যান্ড।
আরও পড়ুন: সাকিবকে বিগ ব্যাশে নিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার আপত্তি
অলরাউন্ডার সাকিবের শ্বশুরের ৭২ বছর বয়সে মৃত্যু