মুশফিকুর রহিমের পরে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নিজের প্রিয় ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিলেন সাকিব।
এর আগে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করতে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য সংস্থা গঠন করেন তিনি। গত ২৫ মার্চ থেকে সারাদেশে লকডাউন চলছে। লকডাউনের কারণে অনেকের আয়, রুজি থেমে গেছে। অনেকে তাদের চাকরি ও ব্যবসা হারিয়েছেন।
মঙ্গলবার ফেসবুকে লাইভে সাকিব বলেন, ‘আমি আমার প্রিয় ব্যাটকে নিলামে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি ২০১৯ বিশ্বকাপে এই ব্যাটটি দিয়ে ভাল খেলেছি। এটি আমার পছন্দের একটি ব্যাট।’
ইংল্যান্ড বিশ্বকাপে সাকিব আট ম্যাচে দুটি শতক এবং পাঁচটি অর্ধশতক নিয়ে ৬০৬ রান সংগ্রহ করেন। আসরে সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে তিনি রোহিত শর্মা এবং ডেভিড ওয়ার্নারের পরেই ছিলেন। ছয় শতাধিক রান সংগ্রহের পাশাপাশি সাকিব ১১ উইকেটও শিকার করেন।
সাকিব বলেন, ‘এই ব্যাট দিয়ে আমি পুরো বিশ্বকাপটা খেলেছি। শুধু বিশ্বকাপেই নয়, আমি এই ব্যাটটি নিয়ে বিশ্বকাপের আগে এবং পরেও খেলেছি। এটি নিলামে তোলার সিদ্ধান্ত যদি আমার দেশবাসীকে সহায়তা করে, তবে আমি খুশি হব।’
দেশসেরা ক্রিকেটার জানান, এই নিলামের পুরো অর্থ সাকিব আল হাসান ফাউন্ডেশনের অধীনে করোনার কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বরাদ্দ করা হবে। বিস্তারিত ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নিলামটি ২২ এপ্রিল থেকে নিলাম ফর অ্যাকশন নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে শুরু হওয়ার কথা রয়েছে।
মুশফিকুর ও সাকিবের পাশাপাশি বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও তার ব্যাট নিলামে তুলতে আগ্রহ প্রকাশ করেছেন।