প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাচ্ছেন। এর আগে তিনি গ্লাসগোতে জলবায়ু শীর্ষ সম্মেলন কপ২৬-এ অংশ নিবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তার সাম্প্রতিক রোমানিয়া ও সার্বিয়া সফর নিয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী পুরস্কারটি হস্তান্তর করবেন কি না জানতে চাইলে ড. মোমেন বলেন, তারা চান প্রধানমন্ত্রী এটি হস্তান্তর করুন। আমরাও চাই প্রধানমন্ত্রী পুরস্কারটি হস্তান্তর করুন।
আরও পড়ুন: উঁচু ভবনে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী
ইউনিসেফ-এর পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি ১১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিবার্ষিক ভিত্তিতে ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেয়া হবে।
ইউনেস্কোর তথ্য অনুসারে, সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ যোগাযোগের মাধ্যমে জ্ঞান-ভাগাভাগি, সৃজনশীল উদ্যোক্তা বিকাশে সর্বোত্তম অনুশীলনকে ধারণ ও উদযাপন করবে।