কক্সবাজারের উখিয়া থেকে দুই লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে উপজেলার রাজাপালং ইউপির জলিলের গোদা আমবাগান থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। বুধবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে আটক ৩, দুই লাখ ২১ হাজার ইয়াবা জব্দ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুআমতলী বিওপির একটি টহলদল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার রাজাপালং ইউপির জলিলের গোদা আমবাগানে অবস্থান নেয়। রাত ১১টার দিকে ইয়াবা বহনকারীরা সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশেরসময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা টহলদলের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে বিজিবি টহল দলের ওপর গুলিবর্ষণ করে। পরে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ইয়াবা জব্দ, নারীসহ আটক ২
বিজিবি জানায়, চোরাকারবারিরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল থেকে তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে দুই লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।