মঙ্গলবার এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে গবেষণার ফলাফল তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগ।
গবেষণায় বলা হয়, দেশের মোট ৮৪ শতাংশ মানুষ টিকা নিতে আগ্রহী। তবে মনে টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ, পার্শ্ব প্রতিক্রিয়া বা বিরূপ প্রতিক্রিয়ার ভয় থেকে তারা শুরুতেই টিকা না নিয়ে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে তবেই টিকা নিতে চান।
আরও পড়ুন: দেশে কোভিড-১৯ টিকাদান শুরু ২৭ জানুয়ারি
গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ গবেষণায় ১৮ বছরের বেশি বয়সী তিন হাজার ৫৬০ জনের উত্তরদাতা এই গবেষণার অংশ নেন। দেশের আট বিভাগের ১৬টি উপজেলায় এবং ঢাকার সিটি এলাকা থেকে উত্তরদাতাদের বেছে নেয়া হয়।
গবেষণা দলের প্রধান গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ বলেন, দেশের ৩২ শতাংশ মানুষ এখনি টিকা নিতে আগ্রহী।
গবেষণার ফলের বরাত দিয়ে তিনি জানান, টিকা দেয়া শুরু হওয়ার কয়েক সপ্তাহ পরে ২২ ভাগ মানুষ নিতে চান, কয়েক মাস পর ২৭ ভাগ, এক বছরের পর ৩ ভাগ এবং ১৬ ভাগ কখনোই এই টিকা নিতে চান না।
আরও পড়ুন: করোনার সনদ পেতে বৃহত্তর কুমিল্লার ৬ জেলার মানুষের ভোগান্তি
ইবিতে করোনায় মিলছে না চিকিৎসা সেবা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
টিকা দেরিতে নেয়ার কারণ হিসেবে উত্তরদাতারা জানিয়েছেন- টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহে ৫৪ ভাগ, পার্শ্ব প্রতিক্রিয়া বা বিরূপ প্রতিক্রিয়ার ভয়ে ৩৪ ভাগ এবং টিকার মান নিয়ে ১২ ভাগ মানুষ সন্দেহে প্রকাশ করেছে।
আর্থিক সক্ষমতাও টিকা নেয়ার ক্ষেত্রে পার্থক্য তৈরি করেছে উল্লেখ করে গবেষণায় বলা হয়, যাদের মাসিক আয় ২০ হাজার টাকা, তাদের মধ্যে থেকে বিনামূল্যে দিলে ৮৮ ভাগ এবং টিকা কিনে নিতে হলে ৫২ ভাগ টিকা নিতে রাজি।
যাদের আয় ২০,০০০-৫০,০০০ টাকা তাদের ৮৩ শতাংশই এই টিকা বিনামূল্যে নিতে চান এবং ৮০ শতাংশই এই টিকার জন্য অর্থ দিতে রাজি আছেন। আর যাদের মাসিক আয় ৫০,০০০ টাকার উপরে তাদের মধ্যে ৯১ শতাংশ টাকা দিয়ে টিকার নিতে চান।
আরও পড়ুন: কোভিড টিকা কি মিলিয়ে মিশিয়ে ব্যবহার করা যাবে?
ভারতে দ্বিতীয় ধাপে ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী মোদি
গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলের ৮৭ শতাংশ উত্তরদাতাই টিকা নিতে আগ্রহী যদিও শহরাঞ্চলে এর পরিমাণ ছিল ৮০ শতাংশ।
ধর্মীয় দিক দিয়ে বৌদ্ধরা সবচেয়ে কম আগ্রহী (৬৬শতাংশ), মুসলমানরা (৮২ শতাংশ), হিন্দু (৯৭ শতাংশ), খ্রিস্টান (১০০ শতাংশ) এবং নাস্তিকদের (১০০ শতাংশ) টিকা নেয়ার সম্ভাবনা রয়েছে। আবার পুরুষদের (৮২ শতাংশ) তুলনায় মহিলারা (৮২ শতাংশ) এই টিকা নিতে বেশি আগ্রহী।
গবেষণায় নেতৃত্বস্থানীয় ব্যক্তি এবং বরেণ্য ব্যক্তিদের টিকা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে এবং এতে করে টিকা নেয়ার গ্রহণযোগ্যতা বাড়বে।
আরও পড়ুন: ভ্যাকসিন প্রদানে প্রস্তুত ৭,৩৪৪টি দল, প্রতি দলে ৬ জন: স্বাস্থ্যমন্ত্রী
অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ বলেন, টিকা নিয়ে থাকা গুজব রুখতে সরকারকে টিকা এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানোর পদক্ষেপ নেয়া দরকার।
গবেষণা দলটির অন্যতম সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাফিউন শিমুল এবং ঢাবির স্বাস্থ্য অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নাসরিন সুলতানা প্রমুখ এতে বক্তব্য দেন।
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ সোমবার ঢাকা এসে পৌঁছেছে। এর আগে ভারতের উপহার হিসেবে সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিনের ২০ লাখ ডোজ বৃহস্পতিবার বাংলাদেশে এসে পৌঁছায়।