বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন এবং অর্থনৈতিক উন্নয়নে জাপানের সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
বৈঠকে কাঁচপুর, মেঘনা, দ্বিতীয় গোমতী সেতু ও ঢাকা মেট্রো রেল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।
তারা উভয়েই পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নের মাধ্যমে অবকাঠামোতে আরও সহযোগিতার প্রচার করতে চেয়েছেন।
আরও পড়ুন: ঢাকা-দিল্লির ক্রমবর্ধমান মিথষ্ক্রিয়া আস্থার উত্তম প্রতিফলন: জয়শঙ্কর
রাষ্ট্রদূত নাওকি বলেন, ‘জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার হয়েছে। আমরা বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব।’
এ সময় বাংলাদেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের অবদানের প্রশংসা করেন কাদের।
আরও পড়ুন: সংঘাতের পরিণতিতে সাড়া দেয়ার চেয়ে প্রতিরোধে বিনিয়োগ ভালো: ঢাকা