করোনাভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
এর আগে তিনি বাসায় চিকিত্সাধীন ছিলেন এবং বৃহস্পতিবার বিকাল ৩টায় সিএমএইচে ভর্তি করা হয়।।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল মাল আবদুল মুহিতের শারীরিক কোনো জটিলতা নেই। তিনি সুস্থ আছেন, তবে কিছুটা দুর্বল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।
পড়ুন: করোনায় দেশে আরও ২৩৯ মৃত্যু, শনাক্ত ১৫,২৭১
৮৭ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রী রবিবার কোভিড-১৯ শনাক্ত হন।
তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনা পজিটিভ হয়েছেন।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তার ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
পড়ুন: ২৫ বছর হলেই করোনার টিকা
টিকার চেয়ে মাস্ক বেশি কার্যকর: কাদের
সিলেটসহ দেশ-বিদেশে মুহিতের সুস্থতার জন্য দোয়া মাহফিলের সময় সবাইকে ভিড় না করে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়েছেন তিনি।