মহামারি করোনাভাইরাসে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৪ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১৩ হাজার ৩৯৯ জনে দাঁড়াল।
আরও পড়ুন: করোনায় বিশ্বে প্রায় সাড়ে ৩৮ লাখ মানুষ প্রাণ হারিয়েছে
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮৩ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৪৪ হাজার ৯৭০ জনে পৌঁছেছে।
এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জনায়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬৩ জন মারা গেছেন এবং ৩ হাজার ৮৪০ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৮৮২ টি। শনাক্তের হার ১৮.৫৯ শতাংশ।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৮ হাজার ৪২১ জন।
খুলনায় সর্বোচ্চ ১ হাজার ৩৩ জন আক্রান্ত হয়েছেন, যেখানে ঢাকায় আক্রান্তের সংখ্যা ৯৪৫ জন।
আরও পড়ুন: রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু
এদিকে, আগামী জুলাই মাস থেকে আবারও গণটিকা কার্যক্রম শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
বিশ্ব পরিস্থিতি
একদিকে বিশ্বজুড়ে কয়েকটি দেশে নতুন সংক্রমণের সংখ্যা কমে যাওয়া, অপরদিকে করোনা টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বিভিন্ন দেশেই বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সেই সাথে নতুনভাবে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।
বিশ্বে এ পর্যন্ত প্রায় ২৪৮ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ২২৪ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে পৌঁছেছে চীনের সিনোফার্ম ভ্যাক্সিনের ১২ হাজার ডোজ
ইতোমধ্যেই বিশ্বে করোনায় একদিকে মোট আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৭৩ লাখ ছাড়িয়েছে, অন্যদিকে মৃত্যুর সংখ্যা প্রায় ৩৮ লাখের ৪০ হাজারের বেশি ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৫১ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৮ লাখ ৪০ হাজার ৪২৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৮ হাজার ৭৩৭ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৯৩৭ জন।
আরও পড়ুন: করোনার টিকা প্রাপ্তিতে বিদেশগামী কর্মীরা অগ্রাধিকার পাবেন
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৩৯ জন এবং এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৩ লাখ ৮৩ হাজার ৫৮২ জন মানুষ।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৬ হাজার ১৭২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৪ হাজার ৪১ জন।