ঢাকার কেরানীগঞ্জে গ্যাসের আগুন রুমে ছড়িয়ে পড়ে একই পরিবারের পাঁচ জন সদস্য দগ্ধ হয়েছে। মঙ্গলবার কেরানীগঞ্জে মডেল থানার জিনজিরা তাওয়াপট্টি রোড এলাকায় আহম্মদ হোসেনের বাড়ির তৃতীয় তলায় এ ঘটানা ঘটে।
দগ্ধরা হলেন, জুলহাস (৫৫), তার স্ত্রী শাহিদা বেগম (৫০), ছেলে আতিকুর রহমান (২২) অপর ছেলে এনামুল (১৯) ও মেয়ে তানজিলা (১৪)।
আরও পড়ুনঃ রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সিলেটে নারীসহ আহত ৬
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানা, সকালের নাস্তা তৈরি করার জন্য গ্যাসের চুলা জালালে মুহূর্তেই আগুন রুমে ছড়িয়ে পড়ে। এসময় ওই পাঁচজন সদস্য আগুনে দগ্ধ হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের ৩০ ভাগ থেকে ৫৫ ভাগ পর্যন্ত শরীর দগ্ধ হয়েছে।
আরও পড়ুনঃ বরগুনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত অর্ধ শতাধিক
ঘটনার পরপর কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল এসে ঘটনা স্থল পরিদর্শন করেছে। তাদের দাবি গ্যাস লাইনের রাইজার নষ্ট হওয়ার কারনে চুলায় গ্যাসে চাপ বৃদ্ধি পাওয়ায় এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।