বিজ্ঞাপনে খাঁচাবন্দী দেশীয় টিঁয়া পাখি দেখানোর অপরাধে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডাব্লিউসিসিইউ)।
বুধবার ঢাকার একটি আদালতে এই মামলা করে ডাব্লিউসিসিইউ।
আরও পড়ুনঃ গ্রামীণফোনের ‘এক্সেলেন্স ইন অটোমেশন’ স্বীকৃতি অর্জন
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৮(২), ৪১ এবং ৪৬ ধারার আওতায় ডাব্লিউসিসিইউ এর বনপরিদর্শক নার্গিস সুলতানা এই মামনা দায়ের করেন।
উল্লেখ্য, গ্রামীণফোনের সাম্প্রতিক বিজ্ঞাপনে একটি ছোট মেয়েকে খাঁচাবন্দী পাখি উপহার দিতে দেখানো হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়।
আরও পড়ুনঃ গ্রামীণফোনের ৫০০ টাওয়া স্থাপনে ইডটকোর চুক্তি
নার্গিস সুলতানা ইউএনবিকে জানান, বিজ্ঞাপনে খাঁচাবন্দী দেশীয় পাখি দেখানোর মধ্য দিয়ে গ্রামীণফোন বন্যপ্রাণী আইন ২০১২ এর ৩ টি ধারা লঙ্গন করেছে।