গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর আগামী ২১ থেকে ২৪ মার্চ পর্যন্ত গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার বিইআরসি’র চেয়ারম্যান মো. আব্দুল জলিল বলেন, সবকিছু স্বাভাবিকভাবে চললে কমিশন গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি ইউএনবিকে বলেন, ‘আমরা ইতিমধ্যে সংবাদপত্রে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠিয়েছি বিজ্ঞাপন হিসেবে প্রকাশের জন্য।’
জানুয়ারিতে খুচরা গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম ১১৭ শতাংশ বৃদ্ধির জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাব দেয় রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলো।
আরও পড়ুন: অনলাইনে গ্যাস বিল পরিশোধ করার নিয়ম
এছাড়া তাদের প্রধান গ্যাস সরবরাহকারী পেট্রোবাংলাও পৃথকভাবে বাল্ক পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয়।
বিইআরসি যদি বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব গ্রহণ করে তাহলে রান্নার জন্য দুই চুলার সংযোগে ব্যয় ৯৭৫ টাকা থেকে বেড়ে দুই হাজার ১০০ টাকা এবং এক চুলার ব্যয় ৯২৫ টাকা থেকে বেড়ে দুই হাজার টাকা হবে।
কোম্পানিগুলোর এমন প্রস্তাবের পর পাঁচ সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক দল এটি যাচাই করে গণশুনানির সূচি নির্ধারণ করেছে।
বিইআরসি আইন অনুযায়ী, কমিশন গ্যাস খাতের অংশীজনের মধ্যে আগ্রহী প্রতিনিধিদের গণশুনানিতে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানাবে।
আরও পড়ুন: গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শুনানি শেষে ৯০ দিনের মধ্যে পর্যবেক্ষক দল তাদের সিদ্ধান্ত জানাবে।
কর্মকর্তা সূত্র জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী পেট্রোবাংলা ও এর সাতটি সহযোগী সংস্থা বাল্ক ও খুচরা পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।