ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ৩৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।
এরা প্রায় সবাই চাঁদপুর ও হাইমচরের।
আরও পড়ুন: বাংলাদেশের জলসীমা থেকে ৩১ ভারতীয় জেলে আটক
ওদিকে সদরের আনন্দ বাজার থেকেও পাঁচ জেলেকে মাছ ধরার সময় হাতে নাতে জালসহ আটক করা হয়। বয়স বিবেচনায় ওই পাঁচ কিশোরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এ সময় জেলেদের কাছ থেকে এবং নদীতে পেতে রাখা ১২ লাখ ৫০ হাজার মিটার কারেন্টজাল, তিনটি মাছ ধরার নৌকা ও ১৭৭ কেজি জাটকা জব্দ করা হয়।
জব্দ ১১৭ কেজি জাটকা দু:স্থ ও এতিমদের মাঝে বিতরন করা হয়।
চাঁদপুর সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান রবিবার সকালে ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।
অভিযানে উপস্থিত ছিলেন-কোস্ট গার্ড, সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান, হাইমচর উপজেলা ও চাঁদপুর সদরের মৎস্য অফিসার মাহবুবে আলম ও মিজানুর রহমান।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ৪ জেলে আটক