অবৈধভাবে প্রায় এক কোটি ৩৯ লাখ টাকা আয়ের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তদন্ত শেষে রবিবার দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়ে মামলাটি করা হয়।
দুদকের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক ইউএনবিকে জানান, উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, অনুসন্ধানে ৩ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ৪৬৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে। যেখানে দুদকে জমা দেয়া হিসাব বিবরণীতে ইউসুফ সরদার এক কোটি ৯৫ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা দেন।
আরও পড়ুন: দুদকের মামলা থেকে খালাস পেলেন আওয়ামী লীগ নেতাসহ ২০ জন