দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৯টার মধ্যে চাঁদপুর, মুন্সীগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে এই দুর্ঘটনাগুলো ঘটে।
আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমপাড়ায় মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে জোবায়দা বেগম (৫০) নামে এক নারী নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত জোবায়দা স্থানীয় বাড়ৈখালী শিবরামপুরের এখলাছ উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন— আশুদা বেগম (৫৪), আব্দুর মহিম (৩০) ও মহসিন (৪৫)। তাদের ঢাকা ও স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
হতহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।
স্থানীয়রা জানান, অটোরিকশাটি শ্রীনগরমুখী ছিল এবং মাইক্রোবাসটি ছিল ঢাকামুখী। বিকট শব্দে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ এবং মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য সার্ভিস লেনের ওই অংশটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় দুটি যানবাহনই জব্দ করা হলেও মাইক্রোবাসের চালক পালিয়ে যেতে সক্ষম হন।
হাসাড়া হাইওয়ে পুলিশ স্টেশন থেকে জানানো হয়েছে, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।
এর আগে, সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর বাজার এলাকায় ভটভটির ধাক্কায় এক পথচারী নিহত হন।
নিহত বাসেদ আলী (৭৫) ছত্রাজিতপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মৃত রিফাত উল্লাহর ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ন কবির জানান, ছত্রাজিতপুর বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ধানবোঝাই একটি ভটভটি বৃদ্ধ বাসেদ আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়, তবে অভিযোগ না থাকায় তা পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
তার আগে, চাঁদপুর সদরের মহামায়া বাজারের পশ্চিমে সকাল ৬টার দিকে বেপরোয়া গতির বাসের চাপায় মাহফুজুল হক (৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়। মাহফুজুল মহামায়া বাজার জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মোহাম্মদ মাঈনুল পাটওয়ারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের আরিবাড়ি সড়কে মায়ের সঙ্গে রাস্তা পারাপারের সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী সৌদিয়া বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়। এরপর বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যান।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক মোকলেসুর রহমান ঘটনাস্থলে গিয়ে বাসটি হেফাজতে নেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ইউএনবিকে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।