ধামরাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার ভোর ৪ টার দিকে যশোরের অভয়নগর থানার ভাঙ্গাগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিরাজ শেখ (২২) খুলনার ডুমুরিয়া থানার ডুমুরিয়া গ্রামের মো. হান্নান শেখের ছেলে। তিনি ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া এলাকার শামসুল হকের বাড়িতে ভাড়া থেকে থ্রী স্টার নামের একটি ইটভাটায় কাজ করতেন।
নিহত স্ত্রী জুলেখা ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা আদর্শ গ্রামের সোনা মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন।
আরও পড়ুন: রাজশাহীতে হেরোইনসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
মাগুরায় এতিমখানায় চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৩
এর আগে গত ২৬ অক্টোবর জুলেখার লাশ উদ্ধার করে পুলিশ। এর পর থেকেই নিহতের স্বামী মিরাজ পলাতক ছিলেন।
র্যাব জানায়, প্রায় তিন থেকে ৪ মাস আগে জুলেখার সঙ্গে মিরাজের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আসামি জুলেখাকে সন্দেহ করে গালিগালাজ ও মারধর করতেন। এ ব্যাপারে ভুক্তভোগী তার মায়ের কাছে বেশ কয়েকবার নালিশ করেন। মায়ের কাছে নালিশ করায় মিরাজ ক্ষিপ্ত হয়ে গত ২৬ অক্টোবর জুলেখাকে হত্যা করে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় জুলেখার বড় ভাই মো. আল-আমিন মিরাজসহ অজ্ঞাতনামা একজনকে আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র্যাব-৪। পরে আজ ভোরে র্যাব-৪ ও ৬ এর যৌথ অভিযানে মিরাজকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি তার স্ত্রী জুলেখা’কে হত্যার কথা স্বীকার করেছেন।
তাকে ধামরাই থানায় হন্তান্তরের করা হয়েছে বলেও জানান তিনি।