নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পেটের ভেতর ইয়াবা নিয়ে পাচারকালে এক জনকে আটক করা হয়েছে। এই সময় তার কাছ থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে র্যাব। শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. নুর হোসেন (৪০) কক্সবাজারের টেকনাফের জাদিমোড়া এলাকার মৃত রশীদের ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১: র্যাব
শনিবার র্যাব-১১ এর উপ-পরিচালক (মিডিয়া কর্মকর্তা) লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তার ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ একটি আভিযানিক দল শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ওই অভিযানে অভিনব কায়দায় পেটের ভেতর করে ইয়াবা পাচারকালে একজন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করা হয়। এ সময় আটক ব্যক্তির হেফাজত থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ৮৮ কেজি গাঁজাসহ আটক ৩: র্যাব
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তিনি দীর্ঘদিন বিভিন্ন অভিনব কৌশলে ইয়াবা পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।
আটকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।