বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে ফারদিনের নামাজে জানাজা শেষে বুয়েটের শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
শিক্ষার্থীরা ফারদিনের মৃত্যুর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
আজ সকালে ময়নাতদন্ত শেষে ফারদিনের লাশ বুয়েট ক্যাম্পাসে আনা হয়।
ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র এবং নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকার বাসিন্দা।
এর আগে আজ ময়নাতদন্ত করা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শেখ ফরহাদ জানান, ফারদিনের মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: বুয়েট ছাত্র ফারদিনের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন: ময়নাতদন্তকারী চিকিৎসক