নারায়ণগঞ্জ সদরের আলীরটেকে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কিশোর ইব্রাহীম (১৭) মারা গেছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল হাসপাতালের (ঢামেক) চিকিৎসক ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত পারভীন ও ইয়াসিন নামের দু’ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ইব্রাহীম সদর থানার আলীরটেকের ক্রোক্রেরচর এলাকার আমির হোসেনের ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে ইব্রাহিম ও তার বন্ধুদের সঙ্গে প্রতিপক্ষ শাওন ও তার বন্ধুদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। শুক্রবার সন্ধ্যায় একটি ওয়াজ মাহফিলে ইব্রাহীমকে দেখতে পেয়ে প্রতিপক্ষের সদস্যরা ইব্রাহীমকে এলোপাথারি মারধর শুরু করে। এক পর্যায়ে প্রতিপক্ষ শাওনের মা পারভীন একটি চাইনিজ কুড়াল দিয়ে ইব্রাহীমের মাথায় আঘাত করে বলে জানায় এলাকাবাসী। গুরুতর আহত অবস্থায় ইব্রাহীমকে নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালে (ভিক্টোরিয়া) আনা হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রের্ফাড করেন। ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে শনিবার সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি সবাইকে শান্ত হওয়ার জন্য আহ্বান করেন এবং ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।
আরও পড়ুন: রামুতে গ্রামের হেডম্যানকে কুপিয়ে হত্যা
আলীরটেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী জানান, এর আগেও এলাকাতে কিছু ছেলে নানা ভাবে অশান্তির সৃষ্টি করেছে। আমি বেশ কয়েকবার তাদের সর্তক করেছি। আমি প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক হাওলাদার জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি হয়। এতে ইব্রাহীম নামের একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।পারভীন ও ইয়াসিন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: মোবাইলে গেম খেলা নিয়ে দ্বন্দ্ব, কিশোরকে কুপিয়ে জখম
লক্ষ্মীপুরে মাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার