লক্ষ্মীপুরের রামগঞ্জে আমেনা বেগম (৬০) নামের এক নারীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগে তার ছেলে রেদওয়ান হোসেন মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের আশার কোটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমেনা ওই এলাকার মৃত আকবর আলীর স্ত্রী।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে পারিবারিক ক্ষোভের (মানসিক বিকারগ্রস্থ, প্রেম সংক্রান্ত ব্যার্থতা, মাদকাসক্ত) বশবর্তী হয়ে অভিযুক্ত মিলন তার মাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে কম্বল পেঁচিয়ে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে তাকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আমেনার লাশ উদ্ধার করে এবং নিহতের ছেলে মিলনকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই টিপু সুলতান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: যৌতুকের দাবিতে হত্যা: স্বামীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
ফতুল্লায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
‘হিজড়া’ বলে কটুক্তির প্রতিবাদ করায় শিশু শুভকে হত্যা, গ্রেপ্তার ৩