সারা দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার চলমান বইমেলা বন্ধের সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
এছাড়াও কোভিড-১৯ এর বিস্তার রোধে সব ধরণের সামাজিক অনুষ্ঠান এবং অন্যান্য বিনোদন কেন্দ্র বন্ধ করার সুপারিশ করেছে কমিটি।
কোভিড-১৯ মোকাবিলায় ঢাকার হাসপাতালগুলোতে যতটা সম্ভব আইসিইউ এবং কোভিড-১৯ ওয়ার্ড শয্যা সংখ্যা বৃদ্ধি করার পরামর্শ দিয়েছে কমিটি।
আরও পড়ুন: করোনা: বইমেলায় প্রবেশে সময়সীমা কমলো
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে জারি করা ১৮ দফা নির্দেশনাকে স্বাগত জানিয়ে কমিটি এই নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দিষ্ট পরিকল্পনার ওপর জোর দিয়েছে।
ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দেশনা নেয়ার পরামর্শ দিয়েছে পরামর্শক কমিটি।
বৃহস্পতিবার জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভা শেষে এসব সুপারিশ দেয়া হয়।
আরও পড়ুন: অবশেষে বইমেলা শুরু
বাংলাদেশে করোনা পরিস্থিতি
দেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৬৯ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যা দেশে করোনা শনাক্তের পর একদিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছয় লাখ ১৭ হাজার ৭৬৪ জনে পৌঁছেছে।
এছাড়া ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ১০৫ জনে দাঁড়িয়েছে।
এর আগে বুধবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৫৮ জনের শরীরে করোনা শনাক্ত এবং ৫২ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ৬৪৬৯ শনাক্ত, মৃত্যু ৫৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২৬টি পরীক্ষাগারে ২৮ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২৮ হাজার ১৯৮টি নমুনা।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৯৪ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।
এর আগে বুধবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৯.৯০ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫৩৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমকি ২১ শতাংশ।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।