প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ইউএনবিকে বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন বিষয়, বিশেষ করে তার সাম্প্রতিক জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ত্রিদেশীয় সফর নিয়ে আলোচনা করেন।
জয়নাল আবেদীন বলেন, তিনি তার সফরের ফলাফল সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সফর জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে আরও প্রসারিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ বইটি প্রধানমন্ত্রীকে উপহার দেন।
আরও পড়ুন: সুশাসন নিশ্চিত করতে আইনজীবীরা বড় ভূমিকা রাখতে পারেন: রাষ্ট্রপতি
বঙ্গভবনের মুখপাত্র আরও জানান, তারা একে অপরের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। রাষ্ট্রপতির সচিবরাও সেখানে উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রীও রাষ্ট্রপ্রতিকে একটি ফুলের তোড়া উপহার দিয়েছেন।
বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে দেশি-বিদেশি অপশক্তিকে প্রতিহত করুন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন