পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মে বিশ্বব্যাংক ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন।
তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের জন্য বাংলাদেশ একটি মডেল দেশ। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে। তারা বাংলাদেশের চিত্তাকর্ষক উন্নয়নকে তার নেতৃত্বের প্রতিশ্রুতির কারণে অন্যান্য দেশের কাছে একটি মডেল হিসেবে বর্ণনা করে।’
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও জানান, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে এর প্রেসিডেন্ট ডেভিড আর ম্যালপাস ১ মে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তারে আয়োজিত অনুষ্ঠানে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।
এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘মূলত (যুক্তরাষ্ট্রে) আমরা বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি।’
অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে ‘অনিশ্চয়তা’ আছে বলে তারা কখনো শোনেননি।
তিনি বলেন, ‘আমরা গুজবে কান দিই না।’
মোমেন সাংবাদিকদের বলেন, আমরা আশা করছি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সফল ও অর্থবহ হবে।
বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে, বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক যৌথভাবে চলতি বছরের ২২শে জানুয়ারি ঢাকায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর টোকিও সফর: প্রতিরক্ষা সহযোগিতাসহ ৮টি চুক্তি সইয়ের সম্ভাবনা