জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সারাদেশে ও বিদেশে দূতাবাসগুলোতে শেখ রাসেল দিবস পালিত হবে।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করা শেখ রাসেলকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্যসহ নির্মমভাবে হত্যা করা হয়।
সরকার ২০২১ সালে ১৮ অক্টোবরকে শেখ রাসেল দিবস হিসেবে ঘোষণা করে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বিসিসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।
এ উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি শুরু হবে।
সকাল ৮টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আইসিটি বিভাগ ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে।
আরও পড়ুন: রংপুরের শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি বিল পাস
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় বিআইসিসি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় বিআইসিসিতে শেখ রাসেল দিবস-২০২৩ উদ্বোধন করবেন এবং শেখ রাসেল পুরস্কার-২০২৩ ও ‘স্মার্ট বাংলাদেশ’ পুরস্কার বিতরণ করবেন।
তিনি শেখ রাসেল অ্যানিমেশন ল্যাব এবং অন্যান্য কর্মসূচির উদ্বোধন করবেন এবং ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব, রোবটিক্স কর্নার, ৫৫৫ জয় সেট সেন্টার, ডুআইসিটি#২০৪১ স্মার্ট টাওয়ার এবং ইউনিভার্সিটি ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।
দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে চিত্রাঙ্কন, দাবা, জাতীয় ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শেখ রাসেল দিবস ২০২৩-এর লোগোও উন্মোচন করেন পলক।