মাদক আইনে দায়ের করা মামলায় ঢাকার একটি আদালত নায়িকা পরীমণিকে জামিন দিয়েছেন। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।
অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তাকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করার পর ২২ আগস্ট পরীমণিকে কারাগারে পাঠানো হয়। ওইদিন তার পক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি।
আরও পড়ুন: পরীমণি: পাবলিক মনে মনে জামিন দিয়ে দিয়েছে
পরে তার আইনজীবী মজিবুর রহমান নিম্ন আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান। আবেদনে তিনি অভিনেত্রীর অন্তর্বর্তীকালীন জামিনও চেয়েছিলেন।
গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে তাকে আটকের পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনবার রিমান্ডে নিয়েছে।
আরও পড়ুন: পরীমণির জামিন শুনানির তারিখ এগিয়েছে
পরে জনপ্রিয় এই অভিনেত্রীর বিরুদ্ধে তার বাড়িতে অবৈধভাবে মদ ও মাদক রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য জুন মাস জুড়ে ফেসবুক লাইভে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ এবং অন্যদের বিরুদ্ধে বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ এনে শিরোনামে ছিলেন পরীমণি।
আরও পড়ুন: বিষয়টা পরীমণি, না অন্য কিছু