খোন্দকার ইব্রাহিম খালেদের ছোট ভাই মুহাম্মদ খালেদ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্র ভোর সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কোভিড-১৯ শনাক্ত হওয়ার পরে তিনি বেশ কয়েকদিন ধরে বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন। তবে, কোভিড থেকে সেরে উঠেছিলেন তিনি।
আরও পড়ুন: কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ আর নেই
বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন
সাংবাদিক শাহীন রেজা নূর মারা গেছেন
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর কোভিড থেকে সুস্থ হওয়ার পরেও একাধিক শারীরিক জটিলতা তৈরি হয়েছিল বলে জানান হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার।
তিনি বলেন, কোভিড পরীক্ষায় নেগেটিভ আসার পরেও তার অবস্থা আরও অবনতি হয়েছিল।
খালেদের মরদেহ সকাল সাড়ে ১১টায় সেগুনবাগিচায় কচিকাঁচার মেলায় নেয়া হবে এবং সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে।
এরপর জোহরের নামাজের পরে বায়তুল মোকাররম মসজিদে খালেদের প্রথম জানাজার নামাজ শেষে তার লাশ দাফনের জন্য তাকে গোপালগঞ্জের নিজ বাড়িতে নেয়া হবে।
আরও পড়ুন: আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক মারা গেছেন