বাংলাদেশ ও ভারত পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে আরও অনেক বিষয়ে অর্জন করতে চায়। যাতে আগামী ৫০ বছরে দুই দেশের জনগণ সমগ্র অঞ্চলে আরও বেশি সুবিধা লাভ করতে পারে।
বুধবার সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন।
ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় পক্ষই দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক অন্যান্য দেশের জন্য উদাহরণ। আগামী ৫০ বছরে আমরা একে অপরকে সাহায্য করার মাধ্যমে আমাদের উচ্চতর উন্নয়ন লক্ষ্যে পৌঁছতে পারব বলে আশা করছি।’
আরও পড়ুন: বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় স্থান: পররাষ্ট্রমন্ত্রী
কোবিন্দের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
অন্যদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দুই দেশের মধ্যে অব্যাহত সহযোগিতা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে।
তিনি বলেন, দুই দেশ অনেক সমস্যার সমাধান করেছে এবং অমীমাংসিত সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
শাহরিয়ার বলেন, প্রধানমন্ত্রী ভারতীয় রাষ্ট্রপতিকে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করে না বরং আমাদের দেশে সবাই সমান অধিকার ভোগ করে।
বৃহস্পতিবার বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বুধবার ঢাকায় পৌঁছেছেন।
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তনে আমাদের প্রচেষ্টা চলবে: পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার তার সফরের তৃতীয় দিনে ভারতের রাষ্ট্রপতি রমনায় ‘কালী মন্দির’ এর সদ্য সংস্কার করা অংশের উদ্বোধন ও পরিদর্শন করবেন।
তিনি মন্দিরের সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।
এরপর শুক্রবার দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ভারতের রাষ্ট্রপতি।
এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ৫০ তম জন্মবার্ষিকী উদযাপনে যোগ দিতে ২০২১ সালের ২৬ থেকে ২৭ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করেন।
আরও পড়ুন: সম্পর্কে প্রভাব পড়বে কিনা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করবে: পররাষ্ট্রমন্ত্রী