রাজধানীর পল্লবী এলাকায় অপহরণ করার পর ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগ করেছেন এক নারী। তবে অভিযোগের বিষয়ে পুলিশ এখনও কোনো ব্যবস্থা নেয়নি।
মিরপুরের বাসিন্দা ওই নারী জানান, দু'জন লোক তার মুখে কিছু তরল স্প্রে করে এবং জোর করে তাকে পাশের বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে অন্য একজন লোকও তাদের সাথে যোগ দেয়।
আরও পড়ুন: ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মামুনের বিরুদ্ধে চার্জশিট
পরে ওই তিনজন পুরুষ নারীকে পালাক্রমে ধর্ষণ করে। এই ঘটনা কাউকে জানালে ভুক্তভোগীকে হত্যার হুমকি দেয় অপরাধকারীরা।
ওই নারী প্রথমে কাউকে ঘটনা না জানালেও পরে তার স্বামীকে বিস্তারিত জানান।
আরও পড়ুন: চাঁদপুরে ২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হোসেনের ইউএনবিকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী থানায় এসেছিলেন।
ওসি বলেন, ‘এ সময় তিনি জানিয়েছেন যে তাকে দু'জন লোক অপহরণ করেছেন, কিন্তু ধর্ষণের কথা উল্লেখ করেননি। শুক্রবার তিনি আবার থানায় এসেছেন এবং অভিযোগ করেছেন যে তাকে ধর্ষণ করা হয়েছে।’
আরও পড়ুন: সিলেটে অটোরিকশায় যুবতীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ২
থানায় কেনো মামলা নেয়া হয়নি জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘আমরা অভিযোগটি খতিয়ে দেখছি।’