আরও পড়ুন:আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে নিতে বাহরাইনের প্রতি আহ্বান
বেসরকরি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি প্রধান শরিফুল হাসান জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় ওই ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। এরপর প্রবাসী কল্যাণ ডেস্ক ও আর্মড পুলিশের সহায়তায় (এপিবিএন) আগতদের খাবারসহ জরুরি সহায়তা দেয় ব্র্যাকের একটি টিম।
আরও পড়ুন:মোটরসাইকেলের সাথে সিএনজির ধাক্কা: চট্টগ্রামে আহত প্রবাসীর মৃত্যু
এছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের বাড়ি যাওয়ার জন্য প্রত্যেককে অর্থ সহায়তা করেছে। বুধবার সকালে এসে বিমানবন্দরে নামলেও তাদের আনুষ্ঠানিকতা দুপুর ১টা পর্যন্ত শেষ হয়নি। এই লিবিয়া ফেরত বাংলাদেশিরা ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া গিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি, বলেন তিনি।
আরও পড়ুন:প্রবাসীকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি, মা-বোনের যাবজ্জীবন
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, বাংলাদেশিদের নিয়ে একটি ফ্লাইট মঙ্গলবার সন্ধ্যা ৬টায় লিবিয়া বেনিনা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই ভ্রমণ ভিসায় দুবাই হয়ে ইউরোপের উদ্দেশ্যে লিবিয়া গিয়েছিলেন। প্রতি বছর এভাবে বিপুল সংখ্যক বাংলাদেশি লিবিয়া হয়ে ইউেরাপে যাওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুন:বিয়ানীবাজারে ‘বিয়ে পাগল’ লন্ডন প্রবাসীর বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা
প্রবাসী বাংলাদেশিদের বাহরাইনে ফেরত পাঠানোর বিষয়ে সরকার সচেষ্ট: মন্ত্রণালয়