চাঁদপুরের শাহরাস্তিতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই অভিযোগে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনকরা হয়েছে।
রবিবার বিকালে অভিযান চালিয়ে পৌরসভার কালীবাড়ি বাজারস্থ শাহরাস্তি মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এই জরিমানা করা হয়।
আরও পড়ুন: ডিএনসিসির মশক নিধন অভিযান: প্রায় ৮ লাখ টাকা জরিমানা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ০৯ মে শাহরাস্তি মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে কচুয়া উপজেলার ভবানীপুর মিয়াজী বাড়ির জনৈক মরিয়ম আক্তার রিতু (২৪) চিকিৎসা সেবা নেন। সিজারের মাধ্যমে সন্তান প্রসবের পর রোগীর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ মে রাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহতের পরিবার জেলা সিভিল সার্জনের বরাবরে একটি অভিযোগ করলে রবিবার বিকালে সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন সরেজমিনে তদন্তে যান। এরপর তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দীনকে নির্দেশ দেন।
আরও পড়ুন: নাটোরে ৬৬০০ লিটার সয়াবিন তেল জব্দ, ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা
ডা.নাসির উদ্দীন জানান, ভুল চিকিৎসা ও অসাবধানতার কারণে রোগীর মৃত্যু হয়েছে। সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে-২০০৯ এর ৫৩ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসে তদন্ত করে এ ব্যাপারে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।