টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্সের আওতায় আগামীকাল শুক্রবার রাতে ১২ লাখ ডোজ মডার্নার টিকা দেশে আসছে। এছাড়া আগামী ৩ জুলাই শনিবার সকালে আসবে অবশিষ্ট ১৩ লাখ ডোজ টিকা।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মাইদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এই টিকা গ্রহণ করতে স্বাস্থ্যমন্ত্রী আগামীকাল রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: শিগগরই মডার্নার ২৫ লাখ টিকা আসছে দেশে
এর আগে ২৬ জুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার জানিয়েছেন, কোভ্যাক্সের আওতায় শিগগিরই ২৫ লাখ মডার্নার টিকা পাবে বাংলাদেশ।
রাষ্ট্রদূত মিলার এক টুইটে বলেন, ‘বাংলাদেশ শিগগরই জিএভিআইয়ের মাধ্যমে আমেরিকান জনগণের কাছ থেকে মর্ডানার ২৫ লাখ ডোজ উপহার পাবে।’
আরও পড়ুন: জুলাই মাসে ব্যাপকভাবে টিকাদান শুরু হবে: প্রধানমন্ত্রী
তিনি বলেন, ‘কোভ্যাক্সের সবচেয়ে বৃহত্তম সরবরাহকারী হিসেবে বিশ্বব্যাপী করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রর টিকা সরবরাহ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।’