বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের উদ্দেশ্যে তার গাড়িবহরে হামলাকারী ১৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলাউদ্দিনকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
গ্রেপ্তার মো.আলাউদ্দিন সাতক্ষীরার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
র্যাব জানায়, শনিবার (২ সেপ্টেম্বর) রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইনের নেতৃত্বে একটি আভিযানিক দল চুয়াডাঙ্গার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
আরও পড়ুন: শেখ হাসিনা নির্বাচনে হারলে, হেরে যাবে বাংলাদেশ: কাদের
২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ তার গাড়ি বহরে হামলা চালায় সন্ত্রাসীরা। এই হামলার ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য আইনে পৃথক তিনটি মামলা হয়।
মামলা তিনটির বিচার শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ২০২৩ সালের ১৮ এপ্রিল সাতক্ষীরার বিশেষ ট্রাইবুনাল-৩ আদালত ওই হামলার সঙ্গে জড়িত আসামিদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দেন।
মো. আলাউদ্দিন ছিলেন ওই হামলার প্রধান পরিকল্পনাকারী ও হামলাকারীদের একজন।
আরও পড়ুন: ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল শেখ হাসিনাকে হত্যার নীল নকশা: ডেপুটি স্পিকার
চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় জেএমবি সদস্যের বিচার শুরু