চলতি বোরো মৌসুমে সাড়ে ছয় লাখ মেট্রিক টন ধান ও সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল (আতপ ও সিদ্ধ) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং ২৭ টাকা কেজি দরে সাড়ে ছয় লাখ মেট্রিক টন ধান কেনা হবে।
আগামী ২৮ এপ্রিল ২০২১ থেকে বোরো ধান ও ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। আগামী ৩১ আগস্ট সংগ্রহ শেষ হবে।
আরও পড়ুন:মন্ত্রী-এমপিদের আগে টিকা গ্রহণ নিয়ে সমালোচনার আশঙ্কায় খাদ্যমন্ত্রী
সোমবার বেলা ১১টায় এক অনলাইন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব তথ্য জানান।