খাগড়াছড়ি, ২৬ আগস্ট (ইউএনবি)- খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর সাথে ‘গোলাগুলিতে’ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত খীসা) তিন সদস্য নিহত হয়েছেন।
সোমবার ভোরে উপজেলার বরাদমের প্রত্যন্ত এলাকা বিনন্দচোখে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দীঘিনালার ইন্দ্রমণি পাড়ার তুঙ্গরাম চাকমার ছেলে ভুজেন্দ্র চাকমা (৪৫), হাসিনসনপুরের সুধীর প্রিয় চাকমার ছেলে রুসিল চাকমা (২৫) ও পানছড়ি উপজেলার পুজগাং যুবনাক্সপাড়ার ধন্যসেন চাকমার ছেলে নবীন জ্যোতি চাকমা (৩২)।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সন্ত্রাসীরা সেনা টহল দলকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে সেনারাও গুলি চালালে এ গোলাগুলির ঘটনা ঘটে।’
‘গোলাগুলির’ পরে ঘটনাস্থল থেকে সেনা সদস্যরা ‘সন্ত্রাসীদের’ গুলিবিদ্ধ তিনটি লাশ ও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
নিহতরা ইউপিডিএফের প্রসিত বিকাশ খীসা গ্রুপের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানিয়েছেন।