সরকার কোভিড-১৯ এর সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন আরোপের কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: লকডাউনের তৃতীয় দিন: আন্তনগর বাস চলছে
তিনি বলেন, 'চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধির পাশাপাশি জনগণের অবহেলা ও উদাসীনতাও বৃদ্ধি পাচ্ছে।'
কাদের বলেন, সরকার জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা-ভাবনা করছে।
এর আগে, দেশে করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ রূপ নেয়ায় গত সোমবার (৫ এপ্রিল) থেকে দেশে এক সপ্তাহের জন্য লকডাউন দেয়া হয় যা ১১ এপ্রিল রাতে শেষ হবে।
আরও পড়ুন: লকডাউনে সিটি এলাকায় সকাল-সন্ধা গণপরিবহন চলবে
তবে, লকডাউনে বিক্ষোভের মুখে সরকার বুধবার থেকে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সার্ভিস পুনরায় চালু করার অনুমতি দেয়। পাশাপাশি, শুক্রবার থেকে পাঁচ দিনের জন্য দোকান ও শপিংমল পুনরায় চালু করারও অনুমতি দিয়েছে।
এদিকে, দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু দুটোই দ্রুত গতিতে বাড়ছে। গত বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৪ জন মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত করোনাভাইরাসে দেশে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু।
এছাড়া একই সময়ে ৬ হাজার ৮৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: করোনায় বিশ্বে মৃত্যু ২৯ লাখ ছাড়াল
নতুন করে ৭৪ জনের মৃত্যুতে কোভিড-১৯ এ প্রাণহানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫২১ জনে এবং মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।
এর আগে, বুধবার (৭ এপ্রিল) সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয় এবং মৃত্যু হয় ৬৩ জনের। এছাড়া সংক্রমণের হার ২২.০২ শতাংশ থেকে ২০.৬৫ শতাংশে নেমে আসে।